পদত্যাগের পরও দায়িত্বে থাকছেন নভোজিৎ সিং সিধু

ফানাম নিউজ
  ০১ অক্টোবর ২০২১, ১৩:১০

মন্ত্রিসভায় বিতর্কিত নিয়োগ নিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চারনজিৎ সিং চান্নির সঙ্গে চুক্তিতে পৌঁছেছেন নভোজিৎ সিং সিধু। এরপর পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়ে রাজ্যের কংগ্রেস সভাপতি হিসেবে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার দায়িত্বে থাকার ঘোষণা দেন তিনি।

আগামী বছরের পাঞ্জাবের নির্বাচনের আগে প্রধান সেনাপতির পদত্যাগে সংকটে পড়ে পাঞ্জাব কংগ্রেস। তবে বৃহস্পতিবার ওই পদত্যাগপত্র প্রত্যাহার হওয়ায় আপাতত সংকট সামাল দেওয়া গেছে বলে মনে করছেন অনেকেই।

শুক্রবার দিল্লি পৌঁছানোর কথা রয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চারনজিৎ সিং চান্নির। সেখানে কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। নভোজিৎ সিং সিধুর দাবি এবং এমএলএদের প্রত্যাশার সমন্বয় করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। ‘দলিত বিরোধী’ হিসেবে দীর্ঘদিন সমালোচিত হওয়ার পর কংগ্রেস পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো একজন দলিত শিখকে মনোনীত করে দলটি।

এদিকে ক্রিকেট থেকে রাজনীতিতে আসা নভোজিৎ সিং সিধু আবেগের বশে গত মঙ্গলবার আকস্মিক পদত্যাগ করেন বলে দাবি করেছেন তার উপদেষ্টা।

গত মাসে চারনজিৎ সিং চান্নি দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে বড় পরিবর্তন আনা হয়। আর এনিয়েই মতবিরোধে জড়িয়ে পড়েন নভোজিৎ সিং সিধু। পরে কংগ্রেস আগামী বছরের নির্বাচন সামনে রেখে একটি প্যানেল গঠনে সম্মত হয়েছে।