শিরোনাম
পোল্যান্ডে হঠাৎ গ্যাস রপ্তানি বন্ধ করে দিয়েছে রাশিয়া। এবার ইউরোপের আরেক দেশ বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া।
আগামী ২৭ এপ্রিলের মধ্যে দেশটিতে গ্যাস রপ্তানি বন্ধ করা হবে বলে জানিয়েছে রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয়। খবর রয়টার্স ও ডেইলি সাবাহর।
রাশিয়ার জ্বালানি গ্যাস রপ্তানিকারক প্রতিষ্ঠান গাজপ্রম বুলগেরিয়ার রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি বুলগারগাজকে মঙ্গলবার এ ব্যাপারে অবহিত করেছে।
দেশটি অনেকাংশেই রাশিয়ার গ্যাসে ওপর নির্ভরশীল। এখন তাদের জ্বালানির বিকল্প উৎস খুঁজতে হবে।
পোল্যান্ডের পর রুশ গ্যাস সরবরাহ বন্ধ করা ইউরোপীয় দ্বিতীয় দেশ হচ্ছে বুলগেরিয়া।
এদিকে ব্লুমবার্গ জানিয়েছে, পোল্যান্ডে রাশিয়ার গ্যাস রপ্তানি বন্ধ করে দেওয়ার খবর প্রচার হওয়ার পর ইউরোপে গ্যাসের দাম ১৭ শতাংশ বেড়ে গেছে।
পোল্যান্ডের রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি ইয়ামেল পাইপ দিয়ে রাশিয়ার গ্যাসপ্রোম থেকে দেশের চাহিদার ৬০ ভাগ গ্যাস আমদানি করে থাকে।
এর আগে পোল্যান্ড জানিয়েছিল, এ বছরের শেষ থেকে রাশিয়ার কাছ থেকে আর কোনো গ্যাস না কেনার পরিকল্পনা রয়েছে তাদের। এর বদলে নরওয়ে থেকে নতুন গ্যাসপাইপের মাধ্যমে গ্যাস আনবে তারা।
রাশিয়া আগেই ঘোষণা দিয়েছিল, যে সব দেশ তাদের বন্ধু নয় এবং জ্বালানির মূল্য ইউরো বা ডলারের পরিবর্তে রুবলে পরিশোধ করবে না, তাদের কাছে তেল বা গ্যাস বিক্রি করবে না মস্কো।