ছেলের স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন মা!

ফানাম নিউজ
  ২৭ এপ্রিল ২০২২, ০৮:৩৬

যুক্তরাষ্ট্রের একজন নারী তার ছেলের স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। কারণ তার মনে হচ্ছিল, তার ছেলেকে স্কুলের ক্যাফেটেরিয়া থেকে ঠিক মতো খাবার দেওয়া হচ্ছিল না। 

পুলিশ সেই নারীকে খুঁজে বের করেছে। তার নাম আনায়া মেতোয়া স্মিথ। তার বিরুদ্ধে মিথ্যা বোমা হামলা এবং স্কুলের শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়েছে। 

স্কুলে পাঠানো একটি অডিও বার্তায় মা আনায়া মেতোয়া স্মিথ বলেন, যদি আপনারা আমার ছেলেকে ভালোভাবে না খাওয়ান। তাহলে আমি আসছি। স্কুলকে উড়িয়ে দিতে যাচ্ছি আমি। 

এমন বার্তা পাওয়ার পর স্কুলের কেউ একজন পুলিশকে খবর দেয়। এরপর পুরো স্কুল খালি করে ফেলা হয় ও বোমার খোঁজ করা হয়। 

মা আনায়া মেতোয়া স্মিথ তার নাম উচ্চারণ করেনি। কিন্তু স্কুল কর্তৃপক্ষ খুঁজে বের করে ফেলে কোথা থেকে এমন হুমকিমূলক বার্তা এসেছে। 

জানা গেছে, যে ছাত্রের মা স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন, সেই ছাত্র স্কুলের ক্যাফেটেরিয়ার একজন স্টাফের সঙ্গে ঝগড়া করে এবং বেশি খাবার দাবি করে। 

তবে অভিযুক্তের বোন দাবি করেন, তার বোন এসবের সঙ্গে যুক্ত না। কিন্তু পুলিশ তার গলার কণ্ঠ মিলিয়ে খুঁজে বের করে ফেলে হুমকিদাতা ছিলেন আনায়া মেতোয়া স্মিথ। 

সূত্র: এনডিটিভি, এনবিসি নিউজ