যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া ভুয়া সংবাদ ছড়াচ্ছে: চীন

ফানাম নিউজ
  ২৬ এপ্রিল ২০২২, ১০:৫৩

চীন সলোমন দ্বীপপুঞ্জে সামরিকঘাঁটি স্থাপনে ইচ্ছুক- ক্যানবেরা ও ওয়াশিংটনের করা অভিযোগকে ‘ভুয়া সংবাদ’ বলে জানিয়েছে বেইজিং। 

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এ কথা জানান। 

তিনি বলেন, সলোমন দ্বীপপুঞ্জে চীনের তথাকথিত সামরিকঘাঁটির বিষয়টি সম্পূর্ণ ভুয়া সংবাদ, যা কিছু মানুষ নিগূঢ় উদ্দেশ্যে তৈরি করেছে। 

এ সময় তিনি উল্লেখ করেন পারস্পারিক সমতা, লাভ এবং দুপক্ষই জিতবে এমন অবস্থার ভিত্তিতে সলোমন দ্বীপপুঞ্জের সঙ্গে চীনের সহযোগিতার সম্পর্ক।

ওয়াং ওয়েনবিন বলেন, ওশেনিয়ায় চীনের ওই তথাকথিত সামরিকঘাঁটি স্থাপনের পরিকল্পনার বিষয়ে যারা খুব চেঁচিয়ে উদ্বেগ প্রকাশ করছে যুক্তরাষ্ট্র তাদের একটি। যদিও যুক্তরাষ্ট্রের নিজের ‘৮০টির বেশি দেশে প্রায় ৮০০ সামরিকঘাঁটি আছে’।

ওয়াং ওয়েনবিন এ সময় ওয়াশিংটনকে মনে করিয়ে দিয়ে বলেন, সলোমন দ্বীপপুঞ্জ ‘একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার উঠোন নয়’। 

গত মঙ্গলবার চীন ঘোষণা দেয়, সলোমন দ্বীপপুঞ্জ এবং চীনের মধ্যে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা নিজ নিজ দেশের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে এই চুক্তির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে।

সূত্র: আরটি