শিরোনাম
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বাংলাদেশের মতো বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী থাকার কারণে ভারতের পূর্ব সীমান্তে শান্তি রয়েছে।
একাত্তরের যুদ্ধে অংশ নেওয়া আসাম ভিত্তিক প্রবীণ সৈনিকদের এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। খবর এনডিটিভির।
তিনি বলেন, অনুপ্রবেশ সমস্যা প্রায় মিটে গেছে। এখন শান্তি ও স্থিতিশীলতা বিদ্যমান।
ভারতের উত্তর-পূর্বের বিভিন্ন অংশ থেকে সম্প্রতি সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (এএফএসপিএ) প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, যখনই কোনো জায়গায় পরিস্থিতির উন্নতি হয়েছে, সরকার এই পদক্ষেপ নিয়েছে।
সূত্র : এনডিটিভি