আইএইএর সভায় ইরানবিরোধী কোনো প্রস্তাব পাস হবে না: যুক্তরাষ্ট্র

ফানাম নিউজ
  ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:৫৮

ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর নির্বাহী বোর্ডের যে বার্ষিক বৈঠক শুরু হয়েছে, তাতে ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব উত্থাপন করা হবে না বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস দেশটির একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। নেড প্রাইস বলেন, নির্বাহী বোর্ডের চলতি বৈঠকে ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব উত্থাপন করার পরিকল্পনা আমাদের নেই।

সোমবার আইএইএর ৩৫ সদস্য দেশের উপস্থিতিতে বার্ষিক এ বৈঠক শুরু হয়েছে এবং তা এক সপ্তাহ ধরে চলার কথা রয়েছে।

উদ্বোধনী অধিবেশনেই সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেন।

রাফায়েল গ্রোসি এমন সময় ইরানের বিরুদ্ধে এ অভিযোগ করলেন যখন রোববার তার তেহরান সফরে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে স্থাপিত আইএইএর পর্যবেক্ষণ ক্যামেরাগুলো সার্ভিস করার পাশাপাশি এগুলোর মেমোরি কার্ড প্রতিস্থাপন করতে সম্মত হয় দুপক্ষ।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামির সঙ্গে গ্রোসির সাক্ষাতের পর দুই কর্মকর্তা এক যৌথ সংবাদ সম্মেলনে ওই সমঝোতার কথা জানান।