শিরোনাম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইউক্রেনের জন্য নতুন করে অস্ত্র সহায়তা ঘোষণা করেছেন।
নতুন ঘোষণায় তিনি ইউক্রেনকে আরও ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বাইডেন জানিয়েছেন, এই অস্ত্রগুলো দোনবাসে রুশদের বিপক্ষে লড়াইয়ে কাজে লাগাবে ইউক্রেনীয় বাহিনী।
এ ব্যপারে বাইডেন বলেন, নতুন প্যাকেজে আছে ভারি কামান, কয়েক ডজন হোইটজার কামান, হোইটজারের ১ লাখ ৪৪ হাজার গোলা। এই প্যাকেজে আরও আছে উচ্চক্ষমতাসম্পন্ন ড্রোন।
৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেওয়ার পাশাপাশি ইউক্রেনের সরকারকে আরও ৫০০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া কথা জানিয়েছেন বাইডেন।
এই ৫০০ মিলিয়ন ডলার দিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন, পেনসন ও সরকার চালানোর সকল খরচ করবে ইউক্রেন।
মূলত যেন ইউক্রেনের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে না পড়ে সে কারণে এই বাড়তি ৫০০ মিলিয়ন ডলার দিচ্ছেন বাইডেন।
তাছাড়া যুদ্ধের কারণে পালিয়ে যাওয়া ১ লাখ ইউক্রেনীয়কে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছেন বাইডেন।
তবে যাদের আশ্রয় দেওয়া হবে তারা যুক্তরাষ্ট্রে ২ বছরের জন্য থাকতে পারবেন। এরপর অবশ্য তাদের নাগরিকত্ব দেওয়া হবে না। তাছাড়া ইউক্রেনের কেউ যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে চাইলে আমেরিকান কোনো নাগরিককে স্পন্সর হতে হবে।
তাছাড়া যুক্তরাষ্ট্রের বন্দরে রাশিয়ার সকল প্রকার জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছেন বাইডেন।
তাছাড়া রাশিয়ার মারিউপোল দখল করার দাবি নিয়েও কথা বলেছেন বাইডেন। তিনি বলেছেন, রাশিয়া সত্যিই কি মারিউপোল দখল করেছে কিনা এ নিয়ে সন্দেহ আছে।
বাইডেন মন্তব্য করেছেন, রুশদের হাতে এখনো মারিউপোলের পতন হয়নি।
সূত্র: বিবিসি, আল জাজিরা, সিএনএন