শিরোনাম
মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় আঘাত হেনেছে প্রবল শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গতকাল যুক্তরাষ্ট্র সময় রাত ১টা ৪২ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৪২ মিনিট) আঘাত হানে এ ভূকম্পন।
এর উৎপত্তিস্থল ছিল সান রাফায়েল দেল সুর শহর থেকে ৬৯ কিলোমিটার দূরে ও কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ২৫ দশমিক ৩ কিলোমিটার গভীরে।
মানাগুয়ার বাসিন্দারা জানিয়েছেন, নিকারাগুয়ান রাজধানীতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।
এর প্রভাব টের পাওয়া গেছে প্রতিবেশ দেশ বেলিজ, কোস্টারিকা, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাসেও।
নিকারাগুয়ান ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র থেকে কোনো সতর্কতার কথাও জানানো হয়নি।
সূত্র: এএফপি