পাল্টা জবাবে ৩১ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

ফানাম নিউজ
  ২১ এপ্রিল ২০২২, ১৩:১৭

ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার বেশ কিছু কূটনীতিকদের বহিষ্কার করেছে পশ্চিমা দেশগুলো। এবার পাল্টা জাবাবে ইউরোপের তিন দেশের ৩১ কূটনীতিককে বহিষ্কার করল মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার (১৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বহিষ্কৃত কূটনীতিকদের মধ্যে, নেদারল্যান্ডসের ১৫ জন, বেলজিয়ামের ১২ জন এবং অস্ট্রিয়ার চারজন রয়েছেন।

এর আগে ২১ রুশ কূটনীতিকে বহিষ্কার করে নেদারল্যান্ডস।

এ ছাড়া জার্মানি ও ফ্রান্স ৪০ জন করে রুশ কূটনীতিককে বহিষ্কার করলেও রাশিয়া এখনো প্রতিক্রিয়া জানায়নি। ফলে ইউরোপের আরও কূটনীতিককে বহিষ্কার করতে পারে রাশিয়া। 

সূত্র: এনডিটিভি, এএফপি