বাজেটের ঘাটতি পূরণে পাঁচ হাজার কোটি ডলারের সাহায্য চায় ইউক্রেন

ফানাম নিউজ
  ১৮ এপ্রিল ২০২২, ০৬:৫৬

বাজেটের ঘাটতি পূরণের জন্য জি-৭ ভুক্ত দেশগুলোর কাছে পাঁচ হাজার কোটি ডলারে আর্থিক সহায়তা চেয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অর্থনৈতিক উপদেষ্টা ওলেহ উসটেনকো এ তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার।

দেশটির জাতীয় টেলিভিশনে দেওয়া এক সক্ষাতকারে উসটেনকো বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে সামরিক সহায়তার কিছু চালান ইউক্রেনে আসতে শুরু করেছে। চলতি সপ্তাহে ইউক্রেনকে ৮০ কোটি ডলারের অতিরিক্ত সামরিক সহায়তার অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যদিও ইউক্রেনে সামরিক সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ না করলে ‘অপ্রত্যাশিত পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করা হয়।

এদিকে মারিওপোলে ইউক্রেনের সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে রাশিয়া বলেছে, যারা অস্ত্র সমর্পণ করবে তাদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই বলেছেন, মারিওপোলে ইউক্রেনের যোদ্ধাদের নিশ্চিহ্ন করার অর্থ হলো আলোচনার সমাপ্তি টেনে দেওয়া।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। দুপক্ষের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।