শিরোনাম
তিন মেট্রিক টন কোকেনসহ একটি মাছ ধরার ট্রলার আটক করেছে স্পেন পুলিশ। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যানেরি দ্বীপের দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে।এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আটলান্টিক মহাসাগরে অবস্থিত স্প্যানিশ দ্বীপপুঞ্জটির ৩০০ নটিক্যাল মাইল দূর থেকে ২০ মিটার দৈর্ঘ্যের ট্রলারটিকে অবরোধ করে পুলিশ।
এরপর পুলিশ ট্রলারটির পাঁচ ক্রু সদস্যকে আটক করে। তাদের মধ্যে চারজন তুরস্কের নাগরিক ও একজন সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ জর্জিয়ার নাগরিক। ট্রলারটির জ্বালানি রাখার ট্যাঙ্কে এসব মাদক বহন করা হয়। ধারণা করা হচ্ছে দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে এগুলো আনা হয়েছে।
প্রথমে ট্রলারটি অন্যান্য মাছ ধরার ট্রলারের সঙ্গে মিশে যাওয়া চেষ্টা করে। তবে স্প্যানিশ পুলিশ এটিকে চিহ্নিত করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, আফ্রিকার রুট ব্যবহার করে দক্ষিণ আমেরিকার কারবারীরা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে মাদক পাচার করে। তাই এক্ষেত্রে কঠোর নজরদারি করা হচ্ছে বলে জানানো হয়।