শিরোনাম
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি জানিয়েছেন, তার দল প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না।
শনিবার পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জারদারি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা আমাদের বন্ধুদের একটা সুযোগ দিতে চাই।’
জারদারি ও বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি মন্ত্রিসভায় যোগ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে জারদারি বলেন, ‘আমার মনে হয় না যে, আমরা কোনো মন্ত্রিত্ব নেব।’
শাহবাজ শরিফ ক্ষমতা নেওয়ার পর শোনা যাচ্ছিল পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন। তবে বিলাওয়ালের মন্ত্রিত্ব নেওয়া নিয়ে পিপিপির ভেতরে বিভেদ দেখা দেয়। এ কারণেই বিলাওয়াল মন্ত্রিত্ব নেওয়া থেকে বিরত থাকছেন বলে ধারণা করা হচ্ছে।
তবে পিপিপি কোন কারণে মন্ত্রিত্ব নিতে চাইছে না, সে বিষয়ে এখনও কোনো পরিষ্কার ঘোষণা দেয়নি দলটি।
সূত্র: ডন ও যুগান্তর