শিরোনাম
বিচার বিভাগের কাছে দুটি প্রশ্ন রেখেছেন পাকিস্তানের সদ্য ক্ষমতাচুত্য প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের প্রধান ইমরান খান। করাচিতে এক জনসভায় এসব প্রশ্ন করেন তিনি।
ইমরান খান বলেন, আমি বিচার বিভাগের কাছে দুটি প্রশ্ন করতে চাই, সুপ্রিম কোর্টের কি অন্তত এই চিঠির তদন্ত করা উচিত ছিল না?
তিনি আরও বলেন, যখন রাজনীতিবিদদের বেচাকেনার বাজার চলছিল, তখন বিচার বিভাগের স্বপ্রণোদিত হয়ে কিছু করা উচিত ছিল কি না?
এসময় নওয়াজ শরিফ বিদেশি ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড বা মূলহোতা হিসেবে কাজ করেছেন বলেও অভিযোগ করেন ইমরান খান।
ইমরান খান করাচির জনসভায় তার সমর্থকদের কাছে প্রশ্ন ছোড়েন, অকূটনৈতিক ভাষা আর হস্তক্ষেপের মধ্যে পার্থক্য কী?
ইমরান বলেন, আমি এখানে কিছু বিষয় নিয়ে কথা বলতে এসেছি। কারণ এ সমস্যা আপনার, আপনার সন্তানের ভবিষ্যতের। এটা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। সাবধানতার সঙ্গে শুনবেন। এটা কী ষড়যন্ত্র বা হস্তক্ষেপ ছিল না? আপনার হাত তুলুন এবং আমাকে বলুন, এটা ষড়যন্ত্র নাকি হস্তক্ষেপ?
এ সময় তিনি বলেন, এটা আমাদের দেশের বিরুদ্ধে বড় মাপের বিদেশি ষড়যন্ত্র ছিল।