শিরোনাম
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি শনিবার হুমকি দিয়ে বলেছেন, রাশিয়া যদি মারিউপোলে যুদ্ধরত ইউক্রেনের সেনা ও বেসামরিক লোকদের হত্যা করে বা নির্মূল করে তাহলে যে কোনো আলোচনার পথ বন্ধ হয়ে যাবে।
বন্দর নগরী মারিউপোল দখলের দ্বারপ্রান্তে আছে রাশিয়া।
তবে তারা ইতিমধ্যেই জানিয়েছে, মারিউপোলের দখল এখন তাদের হাতে।
রুশ বাহিনী মারিউপোল দখল করার পর আশঙ্কা করা হচ্ছে ইউক্রেনের সেনাদের ওপর নৃশংসতা চালাবে।
আর এমন সময় প্রেসিডেন্ট জেলেনস্কি হুশিয়ারি দিলেন, যদি যুদ্ধরত কোনো ইউক্রেনীয়কে হত্যা করা হয় তাহলে আলোচনা বন্ধ হয়ে যাবে।
ইউক্রেনের গণমাধ্যম ইউক্রেনস্কা প্রাভাদাকে এ ব্যাপারে জেলেনস্কি বলেন, আমি বলতে চাই আমাদের সেনাদের নির্মূল করা হয়, যদি আমাদের ছেলেদের নির্মূল করা হয় তাহলে সকল আলোচনার পথ বন্ধ হয়ে যাবে।
জেলেনস্কি আরও জানিয়েছেন, ইউক্রেন তাদের জনগণ ও অঞ্চল নিয়ে কোনো ছাড় দেবে না।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেছেন, মারিউপোলে অনেক জায়গা আছে যেখানকার অবস্থা এখন বোরোদইয়ানকার মতো। তিনি সতর্কতা দিয়ে জানিয়েছেন, পরিস্থিতি আরও খারাপ হবে।
এদিকে এর আগে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছিল, প্রায় ধ্বংস হয়ে যাওয়া মারিউপোলের দখল এখনো তাদের হাতে আছে।
রুশ সেনাদের অব্যহত আক্রমণের মুখে ইউক্রেনের সেনারা মারিউপোলের আজভস্টাল মেটাল ওয়ার্কসের ভেতরে আশ্রয় নিয়েছে।
সূত্র: বিবিসি