‘পশ্চিমাদের বিশ্বাস করেন না পুতিন’

ফানাম নিউজ
  ১৭ এপ্রিল ২০২২, ০৯:৫৫

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহম্মার গত সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন। রুশ প্রেসিডেন্টের সঙ্গে কি কথা হয়েছে? যুদ্ধ নিয়ে তার মনোভাব কি? এসব বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ইউএস টুডের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন চ্যান্সেলর নেহম্মার। 

এই সাক্ষাৎকারটির কিছু অংশ প্রকাশ করেছে ইউএস টুডে। 

গণমাধ্যমটির কাছে অস্ট্রিয়ার চ্যান্সেলর জানিয়েছেন, পুতিনের সঙ্গে কথা বলে তার মনে হয়েছে, পুতিন মনে করছেন তিনি এ যুদ্ধে জয় পাচ্ছেন। 

চ্যান্সেলর কার্ল নেহম্মার আরও জানিয়েছেন, পুতিন তাকে জানিয়েছেন, পশ্চিমা দেশগুলোকে তিনি বিশ্বাস করেন না, আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশ্বাস করেন না এবং নিজস্ব চিন্তা-ধারণা নিয়ে চলেন।

এ ব্যাপারে অস্ট্রিয়ার চ্যান্সেলর বলেন,  আমি মনে কির যুদ্ধ নিয়ে সে তার নিজের যুক্তিতে আছে। আপনি জানেন? সে মনে করে রাশিয়ার নিরাপত্তার জন্য এ যুদ্ধ প্রয়োজন। 

তিনি আরও বলেন, পুতিন আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশ্বাস করেন না। দোনবাসে গণহত্যার জন্য তিনি ইউক্রেনকে দোষারোপ করেন। আর সে যখন নিজস্ব চিন্তা-ভাবনায় আছে আমি মনে করি সে জানে ইউক্রেনে কি হচ্ছে। তবে সে মনে করে ইউক্রেনে সে জয় পাচ্ছে। 

অস্ট্রিয়ার চ্যান্সেলর জানিয়েছেন, তিনি পুতিনকে যুদ্ধাপরাধের বিষয়টি বলেছেন। এর জবাবে পুতিন বলেছেন তিনি এ ক্ষেত্রে তদন্ত করতে সহায়তা করবেন। কিন্তু সমস্যা হলো পুতিন আমাকে জানিয়েছেন, তিনি পশ্চিমাদের বিশ্বাস করেন না। এ বিষয়টি ভবিষ্যতে সমস্যা করবে। 

সূত্র: দ্য গার্ডিয়ান