শিরোনাম
পাকিস্তানের রাজনীতিতে গত কয়েক সপ্তাহের ব্যবধানে ব্যাপক রদবদল ঘটেছে। দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছেন।
শনিবার (১৬ এপ্রিল) ভোটাভুটিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন পিএমএল-এনের প্রার্থী ও সদ্য প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসা শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ। একই দিনে নতুন স্পিকার পেলো পাকিস্তান।
পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশনে রাজা পারভেজ আশরাফকে স্পিকার হিসেবে নির্বাচন করা হয়েছে।তিনি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী।
এর আগে দেশটির ডেপুটি স্পিকার ও পিটিআইয়ের নেতা কাসিম সুরি পদত্যাগ করেন। ইমরান খানের এই ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে বিরোধীরা পার্লামেন্টে তার পদত্যাগের কয়েক ঘণ্টা আগে অনাস্থা ভোট এনেছিলেন এবং সেটি শনিবারের অধিবেশনে আলোচনার টেবিলে আনা হয়।
ইমরান খানের দলের সদস্যদের অনুপস্থিতিতে রাজা পারভেজ আশরাফ সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হন। তাছাড়া স্পিকার পদে অন্য কোনো প্রার্থী আর নমিনেশনপত্র দাখিল না করায় এককভাবে দেশটির ২২তম স্পিকার হিসেবে জয়ী হন তিনি। একইদিনে সংক্ষিপ্তভাবে সম্পন্ন হয় তার শপথগ্রহণের আনুষ্ঠানিকতা।
শনিবারের অধিবেশনে ভারপ্রাপ্ত স্পিকার ও পিএমএল-এন-এর নেতা আয়াজ সাদিক বলেন, যেহেতু সুরি পদত্যাগ করেছেন সেকারণে আর ভোটাভুটির প্রয়োজন নেই। পরে পাকিস্তানের স্পিকার হিসেবে রাজা পারভেজ আশরাফের শপথ নেওয়ার বিষয়টি জাতীয় পরিষদের পক্ষ থেকে টুইটারে বিবৃতি দিয়ে জানানো হয়।
পিটিআই নেতা আসাদ কায়সারের পদত্যাগের মধ্য দিয়ে পাকিস্তান পার্লামেন্টের জাতীয় পরিষদের স্পিকার পদটি খালি হয় গত ৯ এপ্রিল। তিনি তখন বলেছিলেন পিটিআইয়ের ইমরান খানের সরকারের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে অনাস্থা ভোট আনা হয়েছে। ইমরান খানের বিরুদ্ধে এই ভোট আয়োজন করতে পারবেন না বলেও জানিয়ে দেন তিনি।
সূত্র: জিও নিউজ