শিরোনাম
অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য আর দূরে যাওয়ার প্রয়োজন নেই। এবার শিলিগুড়িতেই মিলবে এই সুযোগ। বাংলা নববর্ষে পর্যটকদের জন্য এই অ্যাডভেঞ্চারের দ্বার খুলে দিয়েছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ।
রাজ্যের একমাত্র সাফারি পার্ক শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। ঘন জঙ্গল, রকমারি গাছ, পাখিসহ বিভিন্ন প্রজাতির প্রাণী দেখতে সারা বছরই ভিড় থাকে সেখানে। আট থেকে আশি- সব বয়সের সবার কাছে আকর্ষণীয় এই নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেল পার্ক বা বেঙ্গল সাফারি পার্ক। এটি তৈরি হতেই উত্তরবঙ্গের পর্যটনে আলাদা মাত্রা এনে দিয়েছে। এবার পার্কটির আকর্ষণ আরও বাড়িয়ে তুলতে চালু হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টস।
জানা গেছে, আপাতত দেই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস থাকছে- জিপ লাইন ও বার্মা ব্রিজ। ১৫ এপ্রিল সকাল থেকে আনুষ্ঠানিকভাবে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেগুলো। এরই মধ্যে পার্কের কর্মীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী দিনে অ্যাডভেঞ্চার স্পোর্টসের সংখ্যা আরও বাড়বে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ।
কী এই জিপ লাইন?
নিজেকে দড়িতে বেঁধে পা ঝুলিয়ে জঙ্গলের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবেন জিপ লাইন দিয়ে। আর বার্মা ব্রিজে হল ৬০ ফুট উচ্চতায় সম্পূর্ণ দড়ি দিয়ে তৈরি এক সেতু, যার একপ্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে যেতে হবে পর্যটকদের। তবে জিপ লাইনের দুটি বিভাগ রয়েছে। একটি ৫৬ মিটার, আরেকটি ৭৬ মিটার লম্বা। দুটি লাইনেই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, সম্পন্ন হয়েছে ট্রায়াল রানও।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এই অ্যাডভেঞ্চার স্পোর্টস উপভোগ করতে পর্যটকদের খরচ হবে সামান্যই। তিনটি একসঙ্গে চড়তে চাইলে কম্বো প্যাকে খরচ হবে ৩০০ রুপি। কেউ যদি যেকোনো একটিতে চড়েন, তাহলে খরচ মাত্র ১০০ রুপি। সব বিভাগের টিকিট অনলাইনে বুকিং করতে পারবেন পর্যটকরা। তবে সেগুলোতে চড়তে বয়স হতে হবে ন্যূনতম ১২ বছর।
বেঙ্গল সাফারি পার্কের পরিচালক দাওয়া শেরপা বলেন, অ্যাডভেঞ্চার স্পোর্টস পছন্দ করেন এমন পর্যটকদের জন্য এ দুটি স্পোর্টস চালু করা হচ্ছে। আগামীতে আরও দুটি চালু হবে। সেজন্য কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। টিকিট অনলাইনেও কাটতে পারবেন। এতে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে।