শিরোনাম
মারিউপোলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত এইডেন আসলিন নামে এক ব্রিটিশ-ইউক্রেনীয় মেরিন সেনা দুইদিন আগে তার মায়ের কাছে ফোন দিয়ে বলেছিল, ‘মা রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করেছে’।
এইডেন যুক্তরাজ্যে বসবাস করা তার মায়ের কাছে ফোন দিয়ে জানিয়েছিল, তাদের কাছে অস্ত্র নেই। খাবার নেই। তাদের সব রশদ ফুরিয়ে গেছে। ফলে সে ও তার পুরো ইউনিট রুশদের কাছে আত্মসমর্পণ করবে।
এবার সেই মেরিন সেনার হাতে হাতকড়া পরিয়ে টিভি পর্দার সামনে এনেছে রাশিয়া। খবর বিবিসির।
রাশিয়ার একটি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হাতকড়া পড়া অবস্থায় দাঁড়িয়ে আছেন এইডেন আসলিন।
বন্দিকৃত এইডেন আসলিনের মা জানিয়েছেন, আমার বিশ্বাস ছবিতে থাকা ব্যক্তিটি এইডেন আসলিন। আমরা শুধু চাই জেনেভা কনভেনশন অনুযায়ী যেন তার সঙ্গে ব্যবহার করা হয়।
তিনি আরও বলেন, আমরা শুধু আশা করছি দ্রুত বন্দি বিনিময় হবে। আমরা জানি না ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রলালের ওপর চাপ দেওয়া ছাড়া এর বেশি কি করতে পারি।
এইডেন আসলিন ব্রিটিশ নাগরিক হলেও ২০১৮ সালে ইউক্রেনের মেরিন সেনা হিসেবে যোগ দেন।
এদিকে রাশিয়া দাবি করে মারিউপোলের ১ হাজার ২৬ জন মেরিন সেনা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছে।
ইউক্রেন এ দাবি প্রথমে অস্বীকার করেছিল এবং বলেছিল এটি সত্যি নয়। কিন্তু মারিউপোলে মেরিন সেনাদের আত্মসমর্পণ করার বিয়ষটি এখন সামনে আসছে।
সূত্র: বিবিসি