শিরোনাম
উত্তর কোরিয়ার শীর্ষ নীতি নির্ধারণী কমিটিতে স্থান পেয়েছেন দেশটির নেতা কিম জং উনের ছোট বোন কিম ইয়ো জং। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, কিম ইয়ো জং এখন স্টেট অ্যাফেয়ার্স কমিশনের (এসএসি) সদস্য হয়েছেন। এই কমিশনের প্রধান তার ভাই।
কিম ইয়ো জং ইতোমধ্যেই উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র এবং তার ভাইয়ের গুরুত্বপূর্ণ উপদেষ্টা। তবে এসএসি’র সদস্য হওয়া তার সর্বোচ্চ রাজনৈতিক অবস্থান।
এসএসসি-তে গুরুত্বপূর্ণ রদবদলে আরও নতুন সাত জনকে যুক্ত করা হয়েছে। তবে এর মধ্যে কিম ইয়ো জং একমাত্র নারী। এর নয় সদস্যকে অবসরে কিংবা অবনমিত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন গত এক দশক ধরে কিম জং উনের অর্থনৈতিক নীতি নির্ধারকের দায়িত্বে থাকা ৮২ বছর বয়সী প্যাক পং জু।
উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির চালক রি পিয়ং চোল এবং কিম জং উনের শীর্ষ সামরিক কমান্ডারের পদ কমানো হয়েছে। তার জায়গা নিয়েছেন সামরিক জেনারেল পাক জং চোন। তিনি দেশটির নতুন অস্ত্র উন্নয়ন তদারকি করেন।