শিরোনাম
খুব জরুরি কাজে নিয়োজিত নন যুক্তরাষ্ট্রের এমন সরকারি কর্মকর্তাদের দ্রুত চীনের সাংহাই নগরী ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশ দিয়েছে। চীনের ওই নগরীতে হঠাৎ করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে। খবর আনাদোলুর।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জরুরি কাজে নিযুক্ত নন-এমন মার্কিন নাগরিক এবং তাদের পারিবারের সদস্যদের দ্রুত চীনের সাংহাই নগরী ত্যাগ করতে হবে। সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনের বৃহত্তম বাণিজ্যিক শহর সাংহাইয়ে দুই সপ্তাহ আগে লকডাউন ঘোষণা করা হয়েছে।
মহামারির দুই বছরের মধ্যে এই প্রথম শহরটিতে লকডাউন জারি করা হলো। প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষের এই শহর পূর্বে লকডাউনের আওতার বাইরে ছিল।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাংহাইয়ের পরিস্থিতি এখন ভিন্ন। প্রতিদিনই রেকর্ডসংখ্যক শনাক্ত হচ্ছে। এ অবস্থা নিজেদের নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।