শিরোনাম
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বলেছেন, তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগ হটলাইন পুনরায় চালু করতে আগ্রহী। এ সময় উত্তর কোরিয়ার প্রতি ‘প্রতিকূল নীতি’ গ্রহণের কারণে কিম যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া আয়োজনের প্রতিবাদে পিয়ংইয়ং চলতি বছরের আগস্টে এ হটলাইন বিচ্ছিন্ন করে দেয়।
পিয়ংইয়ংয়ের বার্ষিক পার্লামেন্ট অধিবেশন চলাকালে উত্তর কোরিয়ার শীর্ষ নেতার এমন মন্তব্য সামনে এলো।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে বলছে, দুই দেশের সম্পর্কের অবনতির কারণে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ লাইনগুলো অক্টোবরের শুরুতে পুনরায় চালু হয়েছে— এমনটি দেখার ইচ্ছা পোষণ করেছেন কিম জং উন। কিন্তু এটি নির্ভর করবে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের মনোভাবের ওপর।
এর আগে কিমের বোন দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার ইচ্ছের কথা জানিয়েছিলেন। এবার কিম নিজেই জানালেন দক্ষিণের সঙ্গে উত্তেজনা কমাতে হটলাইন চালুর কথা।
সেই ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের সমাপ্তি ঘটে। কিন্তু এখনও দুই দেশের মধ্যে উত্তেজনা বিদ্যমান। ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সামরিক মহড়াকে কেন্দ্র করে দুই দেশই বাগবিতণ্ডায় জড়ায় হরহামেশা। সর্বশেষ কয়েক বছরে অসংখ্যবার দুই দেশের মধ্যে যোগাযোগ হটলাইন বিচ্ছিন্ন করে দেওয়ার পর পুনরায় চালুর ঘটনা ঘটেছে।