শিরোনাম
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট রোববার স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্রহণ করা হয়েছে।
এবারের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়ছেন ১২ জন। এদের মধ্যে চারজন নারী ও আটজন পুরুষ। খবর আনাদোলুর।
প্রথম দফার নির্বাচনে শীর্ষ দুই প্রার্থী— প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও কট্টর ডানপন্থি মেরিন লা পেনের মধ্যে আগামী ২৪ এপ্রিল দ্বিতীয় দফার (রান-অফ) নির্বাচন অনুষ্ঠিত হবে।
ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নির্বাচিত হলে ২০ বছরের মধ্যে একমাত্র ফরাসি প্রেসিডেন্ট হিসেবে টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকবেন।
এদিকে প্রথম দফার নির্বচনে বাদ পড়া ১০ প্রার্থী চূড়ান্ত নির্বাচনে কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট প্রার্থী মেরিন লা পেনকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ ১০ প্রার্থী একজোট হয়ে ইমানুয়েল ম্যাক্রোঁকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ভোটারদের।
এবারের নির্বাচনে জয়ের আশা দেখছেন ২০১৭ সালের নির্বাচনে বড় কোনো দলের সমর্থন ছাড়াই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইমানুয়েল ম্যাক্রোঁ। তবে ৪৪ বছর বয়সি ম্যাক্রোঁকে এবার কঠিন চ্যালেঞ্জই জানাচ্ছেন মেরিন লা পেন।
সূত্র: আনাদোলু ও যুগান্তর