ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন : রানঅফে গড়াচ্ছে মাখোঁ ও লে পেনের ভাগ্য

ফানাম নিউজ
  ১১ এপ্রিল ২০২২, ১১:১৫

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় আগামী ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় বা রানঅফের দিকে গড়াচ্ছে নির্বাচন। 

ওই দিন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও তার প্রতিদ্বন্দ্বী ডানপন্থী প্রার্থী মেরিন লে পেনের ভাগ্য নির্ধারণ হবে।

রবিবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলে। বিবিসি জানায়, এখন পর্যন্ত ভোটদানের হার খুবই কম।

এবারের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়ছেন ১২ জন। তাঁদের মধ্যে চারজন নারী ও আটজন পুরুষ। মাখোঁর শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে কট্টর ডানপন্থী মেরিন লঁ পেনকে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে তাঁদের মধ্যকার সমর্থনের ব্যবধান কমেছে। প্রথম দফার নির্বাচনে শীর্ষ দুই প্রার্থী দ্বিতীয় দফার (রান-অফ) ভোটে অংশ নেবেন। সেখানে চূড়ান্ত হবে কে জয়ী। সেই ভোট হবে ২৪ এপ্রিল।

ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ নির্বাচিত হলে ২০ বছরের মধ্যে একমাত্র ফরাসি প্রেসিডেন্ট হিসেবে টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকবেন।
 
বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, রোববার প্রথম রাউন্ড ভোটে মাখোঁ ২৮ থেকে ২৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। আর লে পেন পেয়েছেন ২৩ থেকে ২৪ দশমিক ৪ শতাংশ ভোট।

ফরাসি নির্বাচনী ব্যবস্থা অনুযায়ী, কোনো একজন প্রার্থী প্রথম দফা নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট না পেলে, শীর্ষে থাকা দুই প্রার্থী পরবর্তী ধাপে অর্থাৎ দ্বিতীয় দফায় বা রানঅফ নির্বাচনে অংশ নেবেন।

সূত্র: বিবিসি ও দেশ রূপান্তর