জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আমিষ খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ৬

ফানাম নিউজ
  ১১ এপ্রিল ২০২২, ০৯:৪১

রামনবমীতে আমিষ খাওয়া নিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) দুই ছাত্র সংগঠনের সদস্যদের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। রোববার (১০ এপ্রিল) সন্ধ্যায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

জেএনইউ ছাত্র ইউনিয়নের নেত্রী ঐশী ঘোষ অভিযোগ করেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সদস্যরা তাদের আমিষ খেতে বাধা দেন। তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগও করেন তিনি।

এদিকে, এবিভিপির তরফে পাল্টা অভিযোগ করা হয়েছে যে হোস্টেলে পূজা করতে বাধা দিয়েছে বামপন্থী শিক্ষার্থীরা। এরই জেরে দুপক্ষের সংঘর্ষ বাঁধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই। 

জানা গেছে, কাবেরি হোস্টেলের মেন্যুতে ভেজ এবং নন-ভেজ উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে। তবে রোববার নন-ভেজ খাবার তৈরি ও খাওয়া বন্ধ করে দেয় এবিভিপি কর্মীরা। এই পরিস্থিতিতে এবিভিপি কর্মী ও বামপন্থী ছাত্রদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে বেশ কয়েকজন আহত হন।

দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ-পশ্চিম) মনোজ সি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের সংঘর্ষে ছয়জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস