মোদী-বাইডেন ভার্চুয়াল বৈঠক আজ

ফানাম নিউজ
  ১১ এপ্রিল ২০২২, ০৯:৩৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এই ভার্চুয়াল বৈঠক হতে চলেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভির খবরে জানানো হয়েছে, মূলত দ্বিপাক্ষিক বিষয়ে সহযোগিতা নিয়েই আলোচনা হবে দুই নেতার মধ্যে। এছাড়াও ইন্দো-প্রশান্ত মহাসাগীয় অঞ্চল, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতিসহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করবেন তারা।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে অবনতি হয়েছে। মস্কো-কিয়েভ দ্বন্দ্বে নয়াদিল্লির অবস্থান নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন তুলেছে ওয়াশিংটন। সম্প্রতি রাশিয়ার সঙ্গে ভারতের তেল নিয়ে চুক্তিতেও অসন্তুষ্ট হয়েছে পশ্চিমা বিশ্ব।

রাশিয়া থেকে অস্ত্র কেনায় দেশটি মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বলেও আলোচনা রয়েছে। এর মাঝেই আজ এ বৈঠক হতে চলেছে।

সূত্র: এনডিটিভি