পোল্যান্ডের ৪৫ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

ফানাম নিউজ
  ১০ এপ্রিল ২০২২, ১৩:৪৮

রাশিয়া থেকে পোল্যান্ডের ৪৫ কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, বহিষ্কারের আদেশ দেওয়া ওই পোলিশ কূটনীতিকদের আগামী ১৩ এপ্রিলের মধ্যে মস্কো ত্যাগ করতে হবে। খবর আনাদোলুর।

এর আগে গত মাসে পোল্যান্ড ইউক্রেনে আগ্রাসন চালানোর প্রতিবাদে ৪৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে।

এ ঘটনার প্রতিবাদে গত ২৩ মার্চ মস্কোতে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর পরই পোল্যান্ডের কূটনীতিকদের বহিষ্কারের পদক্ষেপ নিল রাশিয়া। এ ব্যাপারে রুশ পররাষ্ট্র বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক অবনতির জন্য পোল্যান্ডই দায়ী, কারণ তারা বিনাকারণে আমাদের কূটনীতিকদের বহিষ্কার করেছে।

সূত্র: আনাদোলু ও যুগান্তর