"ব্যবহার করে টিস্যুর মত ছুঁড়ে ফেলা হবে এমন জাতি আমরা নই"

ফানাম নিউজ
  ০৯ এপ্রিল ২০২২, ১৩:০৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমরা এমন জাতি নই যাদের টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলা যাবে।  পাকিস্তান একক কোনো দেশের সঙ্গে একপাক্ষিক সম্পর্ক বজায় রাখবে না বলেও জানান তিনি।

সংসদে অনাস্থা প্রস্তাবের আগের রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন ইমরান খান। খরব জিও টিভির। 

আজকের অনাস্থা ভোটে ইমরান খানের সরকারের ইতি ঘটবে বলে ধরে নেওয়া হচ্ছে।  এমতাবস্থায় জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন, আমি জনগণের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি। আমদানি করা সরকার মানব না।

বিরোধী রাজনীতিকরা নিজেদের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি মামলাগুলো থেকে পরিত্রাণ পেতে এই ষড়যন্ত্রে মেতে উঠেছেন বলেও মত ইমরানের।

বিরোধীদের প্রশ্ন রেখে ইমরান খান বলেন, তারা যদি এতোটাই আত্মবিশ্বাসী হয়ে থাকে তবে তারা নির্বাচনের বিষয়ে ভীতু কেন?

ইমরান খান রোববার এশার নামাজের পর দেশবাসীকে রাজপথে এসে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর আহ্বান জানান। ‘বিদেশের অর্থায়নে মঞ্চস্থ হতে যাওয়া নাটকের বিরুদ্ধে প্রতিবাদ জানানো প্রতিটি পাকিস্তানির কর্তব্য।  পাকিস্তানের বিরুদ্ধে বিদেশিদের এমন ষড়যন্ত্র আমি কখনোই মেনে নেব না।’

শুক্রবার রাতে দেওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই ভাষণ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়।

ভাষণে বিরোধী দলগুলোর কঠোর সমালোচনা করে ইমরান বলেন, কিছুদিন আগ পর্যন্তও যারা পরস্পরকে ‘চোর’ বলতেন, তারা কীভাবে হঠাৎ ঐক্যবদ্ধ হলেন তা পাকিস্তানের জনগণ জানে। যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া ও তার ভাগ-বাটোয়ারাই বিরোধীদের ঐক্যের মূল উৎস বলেও উল্লেখ করেন তিনি।
সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, আজ পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোট হবে। যেখানে ইমরান খান সরকারের ভাগ্য নির্ধারণ হবে। 

সূত্র: জিও টিভি ও যুগান্তর