শিরোনাম
ইউক্রেনের অধিকৃত খেরসন অঞ্চল থেকে নৌযানে করে পালানোর সময় দেশটির চার নাগরিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার আঞ্চলিক কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানায় বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, পারভোমাইভকা গ্রাম থেকে নৌযানটি যাত্রা শুরু করে। তীর থেকে ৭০ মিটার (২৩০ ফুট) দূরে থাকাবস্থায় হামলার শিকার হয় নৌকাটি।
কর্মকর্তারা বলেন, ওই নৌযানটিতে ১৪ জন ছিলেন।
তারা আরও বলেন, দুজন পুরুষ ও এক নারী তাৎক্ষণিকভাবে নিহত হন। পরে ১৩ বছর বয়সি এক বালকের মৃত্যু হয়। সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাকিদের অবস্থা সম্পর্কে জানা যায়নি।
উল্লেখ্য, ইউক্রেনের লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরু হওয়া আগ্রাসনের আজ ৪৪ দিন। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে পালিয়েছেন লাখ লাখ মানুষ।
সূত্র: বিবিসি ও যুগান্তর