শিরোনাম
নিউইয়র্ক থেকে ফ্রান্সের প্যারিসে আসে একটি বোয়িং-৭৭৭ বিমান। তবে যখন বিমানটি অবতরণ করতে যাবে ঠিক তখনই এটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন পাইলট।
বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার মুহূর্তে পাইলট, তার সহযোগী পাইলট ও কন্ট্রোল টাওয়ারের মধ্যে হওয়া কথোপকথন সামনে এসেছে।
কন্ট্রোল টাওয়ারের সঙ্গে ঘটনাটি ঘটার আগে স্বাভাবিক কথাবার্তাই বলছিলেন পাইলট। যে মুহূর্তেই তিনি বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তখন সহ-পাইলটকে তিনি বলেন, ‘থামো থামো।’
এরপর পাইলট কন্ট্রোল টাওয়ারকে বলেন, আমি আপনাদের সঙ্গে পরে কথা বলছি।
এর খানিকবাদেই পাইলট কন্ট্রোল টাওয়ারকে বলেন, একটু আগে আমরা গো অ্যারাউন্ড (বিমান অবতরণ না করে অন্য কোনো উপায়ে চেষ্টা করা) সম্পাদন করেছি। বিমানের নিয়ন্ত্রণ নিয়ে আমরা সমস্যায় পড়েছিলাম। এখন বিমান ঠিকঠাক মতো কাজ করছে।
এদিকে এ ঘটনাটিকে ‘গুরুতর সমস্যা’ হিসেবে অভিহিত করে এই ঘটনা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের বেসামরিক কর্তৃপক্ষ।
গুরতর সমস্যা সেই সময় বলা হয় যখন বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।
ফ্রান্সের বেসামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের ব্ল্যাকবক্সে থাকা আরও কথোপকথন যাচাই বাছাই করা হচ্ছে
সূত্র: এনডিটিভি