শিরোনাম
মৃত্যুর খবর উড়িয়ে দিয়ে দীর্ঘদিন পর ভিডিও বার্তা দিয়েছেন আল-কায়েদা প্রধান আয়মান আল জাওয়াহিরি। সদ্য প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে ভারতের কর্ণাটকের সেই ছাত্রী মুসকানের প্রশংসা করেছেন তিনি। সম্প্রতি আল কায়েদা প্রধানের ওই ভিডিও নিয়ে মুখ খুলেছেন মুসকানের বাবা মোহাম্মদ হুসাইন খান।
ওই ভিডিও নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, আমরা ওই ভিডিওর ব্যাপারে কিছু জানি না। উনাকেও (আল কায়েদা প্রধান) আমরা চিনি না। আমি আজই উনাকে প্রথম দেখলাম। তিনি আরবিতে কিছু বলছিলেন….আমরা সবাই এখানে (ভারতে) ভ্রাতৃত্বের বিশ্বাস ও ভালোবাসা নিয়ে বসবাস করি।
মুসকানকে নিয়ে আল কায়েদা প্রধানের প্রশংসায় ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, মানুষ যা খুশি তাই বলে... এটা অকারণে সমস্যার সৃষ্টি করছে। যেহেতু তিনি আমাদের সঙ্গে সম্পৃক্ত নয়, তাই আমরা চাই না তিনি আমাদের নিয়ে কথা বলুন। আমরা আমাদের দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছি….এটা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা।
মঙ্গলবার প্রকাশিত ৯ মিনিটের ওই ভিডিওয়ে জাওয়াহিরিকে ভারতের হিজাব বিতর্ক নিয়েই কথা করতে শোনা গিয়েছে। সেখানে মুসকানের প্রশংসার পাশাপাশি তাকে নিয়ে একটি কবিতাও শুনিয়েছেন আল কায়েদা প্রধান।