শিরোনাম
সৌদি আরবের রাজপরিবারের কঠোর সমালোচক যুক্তরাষ্ট্রে নির্বাসিত সাংবাদিক জামাল হত্যাকাণ্ডে সৌদি সন্দেহভাজনদের বিচার স্থগিত করে ওই মামলা সৌদি আরবে স্থানান্তর করেছে তুরস্ক। তুরস্কের একটি আদালত এই রায় দেন। সৌদি আরবের সঙ্গে তুরস্ক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। তাই এই রায় প্রতাশিতই ছিল বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
গত সপ্তাহে আইনজীবীরা ২৬ সৌদি সন্দেহভাজনের অনুপস্থিতিতে এই মামলা সৌদি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার অনুরোধ জানায়। ওই অনুরোধের বিষয়টি সরকার অনুমোদন করবে বলে পরে জানিয়েছিলেন তুরস্কের আইনমন্ত্রী। অবশ্য মানবাধিকার সংগঠনগুলো ওই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিল।
দীর্ঘদিন ধরেই ওই মামলা সৌদিতে হস্তান্তরের দাবি জানিয়ে আসছিল রিয়াদ।
২০১৮ সালের ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করে সৌদি গুপ্তচরেরা। পরে তার লাশ কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে।
পশ্চিমা বিশ্বে এমবিএস নামে পরিচিত যুবরাজ শুরু থেকেই হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।