যুদ্ধ থামানোর ‘সবচেয়ে সহজ উপায়’ জানালেন ন্যাটো সেক্রেটারি

ফানাম নিউজ
  ০৮ এপ্রিল ২০২২, ০৪:০৩

জি সেভেন ও ন্যাটো সদস্যভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার  ন্যাটোর সদর দপ্তরে বৈঠক করেন। 

এ বৈঠকের উদ্দেশ্য ছিল ইউক্রেনকে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়টি নিয়ে আলোচনা করা। তাছাড়া যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। 

বৈঠক শেষে ন্যাটোর সেক্রেটারি জেনারেল হুশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। 

সঙ্গে তিনি এও জানিয়ে দিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চান তাহলেই দ্রুত যুদ্ধ শেষ হবে। নয়ত দীর্ঘ সময় কষ্ট বয়ে বেড়াতে হবে সাধারণ মানুষকে। 

এ ব্যাপারে ন্যাটো সেক্রেটারি বলেন, এই যুদ্ধ শেষ করার সবচেয়ে সহজ উপায় হলো, প্রেসিডেন্ট পুতিন তার সেনাদের ইউক্রেন থেকে সরিয়ে নেবেন। আলোচনার টেবিলে বসবেন এবং সমাধান বের করার জন্য কূটনৈতিক পন্থা অবলম্বন করবেন। 

তবে তিনি জানান, পুতিনের এ মুহূর্তে যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছা নেই। ফলে তাদের বাস্তবতা মেনে নিতে হবে। 

এ ব্যাপারে ন্যাটো সেক্রেটারি বলেন, আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। পুতিন যে লক্ষ্য ঠিক করেছেন সেই লক্ষ্য থেকে তিনি সরেননি। তার লক্ষ্য হলো ইউক্রেনে জয় লাভ করা ও ইউক্রেনের ক্ষমতা দখল করা। 

ন্যাটো সেক্রেটারি আরও জানান, রাশিয়া পুনরায় তাদের সেনাদের একত্রিত করছে। এখন তাদের লক্ষ্য হলো দোনবাসে বড় ধরনের অভিযান চালানো। 

সূত্র: দ্য গার্ডিয়ান