শিরোনাম
রাশিয়া যদি পুরো দোনবাস অঞ্চল দখল করতে পারে, এরপর তারা রাজধানী কিয়েভ দখল করতে নতুন করে হামলা শুরু করবে।
সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন, ইউক্রেনের সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ অলেক্সান্ডার রুজেভেচ।
নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে মনে হচ্ছে শত্রুরা (রুশ সেনারা) দ্বিতীয়বার কিয়েভ হামলা করার পরিকল্পনা বাদ দেয়নি।
এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী হান্না মালইয়ারও জানান একই কথা।
তিনি জানান, রাশিয়ার দীর্ঘদিনের পরিকল্পনা হলো পুরো দোনবাস দখল করা।
এ ব্যাপারে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার প্রধান লক্ষ্য ছিল এবং আছে সেটি হলো পুরো দোনবাস দখল করা।
তিনি আরও বলেন, রাশিয়া চায় এটি দ্রুততম সময়ের জন্য করতে। যদিও পুতিনের ঝটিকা অভিযানের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। কিন্তু তা স্বত্ত্বেও পুরো ইউক্রেন দখল করার পরিকল্পনা এখনো বাদ দেয়নি রাশিয়া।
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, রাশিয়া এখন ছোটখাটো জয়ও পেতে চায়। কারণ তারা দেখাতে চায় যুদ্ধে তাদের জয় হয়েছে।
উপ-প্রধানমন্ত্রী আশঙ্কা করে জানান, যদিও রাশিয়া প্রথম দিকে ইউক্রেনে মার খেয়েছে। কিন্তু এখন তারা ইউক্রেনের সেনাদের কৌশল রপ্ত করতে সময় নিচ্ছে। আর কৌশল বুঝে গেলেই তখন নতুন করে অভিযানে নামবে।
সূত্র: দ্য গার্ডিয়ান