শিরোনাম
গত এক সপ্তাহ ধরে গুঞ্জন চলছিল যে তল্পি-তল্পা গুছিয়ে যেকোনো সময় চম্পট হতে পারে গোটা রাজাপাকসে পরিবার! গুজবটা একেবারে কানকথা নয়, নিজ চোখেই তার প্রমাণ দেখল শ্রীলংকা।
সম্প্রতি ডেইলি মিররের এক চাঞ্চল্যকর খবরে জানা গেল, দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপাকসের বড় ছেলে নামাল রাজাপাকসের (৩৪) স্ত্রী লিমিনি রাজাপাকসে, সন্তান ও শ্বশুর-শাশুড়ি দেশ ছেড়ে পালিয়েছেন।
সেজ চাচা প্রেসিডেন্ট গোতাবায় সরকারের মন্ত্রিসভার যুব ও ক্রীড়ামন্ত্রী থেকে পদত্যাগ করার পরপরই তার শ্বশুর-শাশুড়ি ও পরিবার গভীর রাতে দেশত্যাগ করেছেন।
কোথায় গেছে? কেন পালাল? আর কি ফিরবে না? কত টাকা নিয়ে পালাল? সামাজিক যোগাযোগমাধ্যমের আক্রমণাত্মক এসব প্রশ্নের ভিড় কমাতে শেষমেশ মুখ খুললেন নামাল রাজাপাকসে। তিনি জানালেন যে, তার স্ত্রী, সন্তান ও শ্বশুর-শাশুড়ি মোটেও পালাচ্ছেন না।
এটি তাদের পূর্বপরিকল্পিত একটি যাত্রা। তারা সবাই ইউরোপের একটি দেশে গেছেন পর্যটনবিষয়ক একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। কারণ, তার স্ত্রীর পরিবার গত চার দশক ধরে পর্যটন শিল্পের সঙ্গে সম্পৃক্ত।
কিন্তু কোথায় গেছেন সে বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন নামাল। শোনা যাচ্ছে, মালদ্বীপ হয়ে দুবাই যাচ্ছেন লিমিনি রাজাপাকসে। কিন্তু আসল গন্তব্যস্থলের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। তথ্য অনুযায়ী, মোট ৯ জন গতকাল স্থানীয় সময় রাত ৩টায় বিমানবন্দরের মাধ্যমে দেশত্যাগ করেন। কিন্তু বাকিদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মাহিন্দার বাকি দুই পুত্রবধূ তাদের যাত্রাসঙ্গী ছিলেন নাকি, সেটাও জানা যায়নি এখনো।
দেশের নজিরবিহীন আর্থিক সংকটে রাজাপাকসে পরিবারে প্রতি ক্ষিপ্ত লংকাবাসী বৃহস্পতিবার থেকেই রাস্তায় নেমে পড়েছেন।
জনগণের দাবি, দ্রুত পদত্যাগ করতে হবে সরকারকে। ক্ষমতা ছাড়তে হবে দুর্নীতিবাজ রাজাপাকসে পরিবারকে। দেশ-বিদেশে, রাজপথে-সামাজিক যোগাযোগ মাধ্যমে সবখানেই একই কথা-দ্বীপটাকে গিলে খেয়েছেন রাজাপাকসেরা।
চেটেপুটে সাফ করে দিয়েছেন জনগণের সম্পদ! এর মাঝেই নামাল পরিবারের দেশ থেকে পালোনোর খবরে নতুন করে ফুঁসে উঠেছেন জনগণ।