শিরোনাম
জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কিনেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।
নিয়ন্ত্রক সংস্থার কাছে সোমবার জমাকৃত দলিলপত্র থেকে জানা যায়, প্রতিষ্ঠানটির ৭ কোটি ৩৫ লাখ শেয়ার ক্রয় করেছেন মাস্ক।
টুইটারে মাস্কের মালিকানাটিকে একটি পরোক্ষ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর অর্থ হচ্ছে যে, মাস্ক কোম্পানিটির একজন দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী যিনি ন্যূনতম পরিমাণ শেয়ার কেনা-বেচা করবেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে টুইটারে বাক্স্বাধীনতার বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন মাস্ক। তাদের মূলনীতি পালনের ব্যর্থতা গণতন্ত্রকে অবমূল্যায়ন করে কিনা এমন প্রশ্নও তোলেন।
সূত্র: টুইটার