ভবানিপুরে ভোট শুরু, বুথ দখলের অভিযোগ বিজেপির

ফানাম নিউজ
  ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৬

দক্ষিণ কলকাতার আসন ভবানিপুরের তিন লাখেরও বেশি ভোটার আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ করবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকতে গেলে এই আসনে জয়লাভ করতেই হবে তাকে।

স্থানীয় সময় ভোর সাতটা থেকেই নির্বাচন শুরু হয়েছে। আগামী ৩ অক্টোবর ভোট গণনা হবে। ছয় মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমএলএ নির্বাচিত করতে তৃণমূল নেতা শোভনদেব চট্টপাধ্যায় এই আসন থেকে পদত্যাগ করেন।

নির্বাচনি প্রচারণায় তৃনমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নিজের আসনে ফিরে আসা তার ভাগ্যে লেখা ছিলো। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর কাজ চালিয়ে যেতে আমার জয় দরকার কেননা কেবল এর মাধ্যমেই আমি সিএএ, এনআরসি, ডিমনিটাইজেশন এবং বিজেপির মানুষবিরোধী নীতির বিরুদ্ধে লড়তে পারবো।’

এদিকে ভোট শুরুর পর পুলিশের সঙ্গে ঝগড়ায় জড়িয়েছেন ভবানিপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ১৪৪ ধারা জারি সত্ত্বেও কয়েকটি দোকানপাট খোলা থাকায় প্রশ্ন তোলেন তিনি। এই বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন।

বিজেপি প্রার্থীর অভিযোগ, ভবানিপুরের অন্তর্গত ৭২ নম্বর ওয়ার্ডে বুথ জ্যাম করছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। ১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ করেন প্রিয়াঙ্কা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম অবশ্য বুথ জ্যামের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, লড়াইয়ে না পেরে মিথ্যা অভিযোগ করছে বিজেপি।