শিরোনাম
আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের কিংস আইল্যান্ডে বিশ্বের দীর্ঘতম কাঠের রোলার কোস্টার হিসাবে ১৯৭৯ সালেই রেকর্ড গড়েছিল দ্য বিস্ট।
দীর্ঘ সময় সেই রেকর্ড ধরে রেখে আরও বড় করা হচ্ছে এর দৈর্ঘ্য। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিংস আইল্যান্ড পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে এটিকে আরও শক্তিশালী করতে ২ ফুট বাড়ানো হবে। সিএনএন। দ্য বিস্ট-এর বর্তমান দৈর্ঘ্য ৩ হাজার ৭৫৯ ফুট। মে মাসে এর রাইডাররা অতিরিক্ত ২ ফুটসহ এটিকে ভোগ করতে পারবে। কিংস আইল্যান্ড জানিয়েছে রোলার কোস্টারটি ৪৫ ডিগ্রি থেকে ৫৩ ডিগ্রিতে পুনঃপ্রফাইল করা হয়েছে। যে কারণে এটি টানেলের নিচের দিকে আসতে পারে এবং প্রথম টানেলের মধ্য দিয়ে দ্বিতীয় ড্রপটিতে আরোহীকে মাখন-মসৃণ স্থানান্তরে সক্ষম হয়।
গত নভেম্বর থেকে কোস্টারের ট্র্যাকের ২ হাজার ফুট এলাকা সংস্কার করা শুরু হয়েছিল। ৩ হাজার ৭৬১ ফুট ট্র্যাক নিয়ে নতুন রোলার কোস্টারটির একটি রাইডে সময় লাগবে ৪ মিনিট ১০ সেকেন্ড। ভয়ংকর এই রোলার কোস্টারটিতে আরোহীদের চুলওড়া ভ্রমণ সমৃদ্ধ হয় প্রলয়ংকরী চিৎকারে। কারণ এর ড্রপগুলোই অদ্ভুতভাবে আরোহীদের ভয় দেখায়।