শিরোনাম
আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের হাতে আটকের ১০৫ দিন পর মুক্তি পেয়েছেন মার্কিন নৌবাহিনীর সদস্য সাফি রউফ (২৭)।
১৮ ডিসেম্বর এই মার্কিন সেনাকে কাবুল থেকে আটক করে তালেবান। এসময় তার ভাই আনিস খলিলকেও আটক করা হয়। খবর আরব নিউজের।
২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরও আফগান বংশোদ্ভূত মার্কিন এ নাগরিক তার ভাইকে নিয়ে রাজধানী কাবুলে অবস্থান করছিলেন।
তারা দুই ভাই সেখানে হিউম্যান ফার্স্ট নামে একটি মানবিক সংস্থায় কাজ করছিলেন।
টানা তিন মাস তালেবানের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের মুক্ত করা হয়েছে। এ জন্য সাফি রৌফ যুক্তরাষ্ট্রের সরকারকে ধন্যবাদ জানান।
সূত্র: আরব নিউজ ও যুগান্তর