ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে : পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ

ফানাম নিউজ
  ০১ এপ্রিল ২০২২, ১৭:৪২

বার্তা সংস্থা ডন ও জিও নিউজের এক প্রতিেবেদনে জানা যায়, পাকিস্তানের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। দেশটির নিরাপত্তা সংস্থার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছেন তথ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর।

এর আগে তেহরিক ই পাকিস্তান দলের নেতা ফয়সাল ভাওদাও একই দাবি করেছিলেন।

শুক্রবার এক টুইটে ফাওয়াদ চৌধুরী বলেন, জীবন হুমকির রিপোর্ট আসার পর ইমরান খানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

এর আগে ২৭ মার্চ ইসলামাবাদে এক শোডাউনে ইমরান খান বলেছিলেন, তার সরকারকে ফেলে দিতে বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। 

পিটিআই নেতা ফয়সাল ভাওদাও দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন হুমকির মধ্যে রয়েছে এবং তার জীবন কেড়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।  ইমরান দেশ বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ায় এই ষড়যন্ত্র হচ্ছে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করে ক্ষমতাসীন দলের এ নেতা ইমরানকে জনসভায় ভাষণের সময় বুলেটপ্রুফ গ্লাস ব্যবহারের আহ্বানও জানান। 

সাক্ষাৎকারে তিনি বলেন, ইমরান খান তাদের উদ্বেগকে পাত্তা দিচ্ছেন না। বরং বলেছেন, মরার সময় হলে তিনি মারা যাবেন।

ভাওদা আরও বলেন, প্রধানমন্ত্রী ইমরান একজন সাহসী মানুষ। পাকিস্তানের ব্যাপারে কোনো আপস তিনি করবেন না। পাকিস্তানকে কারও সামনে মাথানত করতে দেবেন না। 

পিটিআইয়ের এ নেতা দাবি করেন, এর আগেও ইমরান খান এমন হুমকি পেয়েছিলেন। এখন সেই পরিকল্পনা বাস্তবায়নের ষড়যন্ত্র হচ্ছে। 

সূত্র: ডন, জিও নিউজ ও যুগান্তর