শিরোনাম
বন্ধু নয় এমন দেশের কাছে নিজস্ব মূদ্রা রুবলে গ্যাস বিক্রির নির্দেশ দিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
১ এপ্রিল শুক্রবার থেকে তার এ নির্দেশনা কার্যকর হবে। যারা রুবলে গ্যাসের টাকা দেবে না তাদের সঙ্গে চুক্তি বাতিল ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন পুতিন।
রাশিয়ার ‘অ-বন্ধুদে’র তালিকায় আছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সবগুলো দেশ। মানে প্রায় পুরো ইউরোপেই এখন রুবলে গ্যাস বেঁচবে রাশিয়া।
পুতিনের এমন ঘোষণায় ইউরোপে এর ব্যাপক প্রভাব পড়বে। কারণ ইউরোপের ৪০ ভাগ গ্যাসের যোগান দেয় রাশিয়া।
বিষয়টি নিয়ে এখনই হইচই পড়ে গেছে সেখানে।
এমন পরিস্থিতিতে ফ্রান্স ও জার্মানি জানিয়েছে তারা পুতিনের নির্দেশ মানবে না। তাদের দাবি রাশিয়া এখন তাদের ব্ল্যাকমেইল করতে চাইছে। এটি তারা হতে দেবেন না।
দুই দেশের অর্থমন্ত্রী এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ফ্রান্স-জার্মানির গ্যাস কেনার চুক্তিটি আগেই করা। সেই চুক্তি অনুযায়ী তারা ইউরোতে গ্যাসের দাম দেন। সামনেও ইউরোতেই দাম দেবেন।
এ ব্যাপারে ফ্রান্সের অর্থমন্ত্রী লঁ মেরি বলেন, চুক্তি আছে ইউরোতে দাম দেওয়া হবে। অবশ্যই ইউরোতে দাম দেওয়া হবে। আমরা ইউরোতেই দাম দেব।
ফ্রান্সের অর্থমন্ত্রী আরও বলেন, চুক্তিতে যেভাবে দাম দেওয়ার কথা আছে, তার বাইরে গিয়ে অন্য কোনো মূদ্রায় দাম দেওয়ার নিয়ম আমরা মানব না।
এর আগে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, তাদের সঙ্গে ইউরো ও মাঝে মাঝে ডলারে মূল্য পরিশোধের চুক্তি আছে। তিনি ভ্লাদিমিরি পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন ইউরোতেই গ্যাস কিনবেন।
সূত্র: সিএনএন