হাতাহাতিতে জড়ালেন বিজেপি-তৃণমূল বিধায়করা

ফানাম নিউজ
  ৩১ মার্চ ২০২২, ১২:৫৫

বগটুইকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভায় হাতাহাতিতে জড়িয়েছেন বিজেপি ও তৃণমূলের বিধায়করা। খবর আনন্দ বাজারের

বীরভূমের রামপুরহাটের বগটুইয়ের নৃশংসতা নিয়ে সম্প্রতি বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। 

সেই নৃশংস ঘটনা নিয়ে আলোচনার দাবি  করতে থাকেন তারা। এ সময় বিধানসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। 

এ সময় বিজেপি ও তৃণমূল বিধায়কদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।

দুইপক্ষের হাতাহাতিতে আহত হন বিজেপির মনোজ টিগ্গার, তৃণমমূলের অসিত মজুমদার। তৃণমূলের অসিত বেশি আহত হয়েছেন। জানা গেছে, তার নাক ফেটে গেছে। ফলে  অসিত মজুমদারকের হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিরোধী নেতা বিজেপির শুভেন্দুর ঘুষিতেই নাক ফেটেছে অসিত মজুমদারের।

তৃণমূল অভিযোগ করেছে, অসিতকে বিধানসভার মেঝেতে ফেলে পেটানো হয়েছে। তাছাড়া অন্য বিধায়কদেরও হেনস্তা করা হয়েছে। 

তবে বিজেপির বিধায়ক ও প্রধান বিরোধী দলীয় নেতা শুভেন্দু দাবি করেছেন, প্রথমে বিজেপির বিধায়কদের ওপর হামলা করা হয়।

শুভেন্দু দাবি করেন তপন চট্টোপাধ্যায়, শওকত মোল্লাসহ আটজনের একটি দল বিজেপি বিধায়কদের ওপর হামলা চালিয়েছে। তাদের নারী সদস্যরাও এ হামলা থেকে রেহাই পাননি। 

শুভেন্দার এসব দাবি অস্বীকার করেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, বিজেপি গুজরাট ও উত্তর প্রদেশে সন্ত্রাসীগিরি করার পর এখন পশ্চিমবঙ্গেও তা করতে চাইছে।