শিরোনাম
চীনের পর ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। দুদিনের সফরে বৃহস্পতিবার নয়াদিল্লি পৌঁছবেন তিনি। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর দ্য হিন্দুর।
বুধবার ভারত সরকারের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রুশ ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ৩১ মার্চ থেকে ১ এপ্রিল দিল্লিতে সরকারি সফর করবেন।
পশ্চিমের প্রবল চাপ সত্ত্বেও ইউক্রেনে আগ্রাসন চালানোয় রাশিয়ার নিন্দা জানায়নি ভারত ও চীন। জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবেও ভোটদানে বিরত থেকেছে ভারত।
একই সঙ্গে রাশিয়ার তেল এবং অন্যান্য পণ্য আমদানি অব্যাহত রেখেছে দিল্লি। গত কয়েক দশক ধরেই ভারত ও রাশিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ। ভারতের বেশিরভাগ সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে কেনা।
এদিকে রয়টার্স জানায়, চীন সফরে ল্যাভরভ শুরুতেই দেশটির পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে চীনা স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন। এর পর আফগানিস্তানবিষয়ক এক বহুজাতিক বৈঠকে যোগ দেন। যেখানে উপস্থিত ছিল পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।