শিরোনাম
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তবে রাশিয়া যে ইউক্রেনে হামলা চালাতে পারে— এমন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেননি এবং এর পূর্বাভাস দেননি ফ্রান্সের সামরিক গোয়েন্দা বিভাগের পরিচালক জেনারেল এরিক ভিদাউদ।
আর এ কারণেই তাকে তার পদ থেকে বরখাস্ত করা হয় বলে দাবি করেছে ফ্রান্সের স্থানীয় সংবাদমাধ্যম ল'অপিনিয়ন। খবর বিবিসির।
ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে ল'অপিনিয়ন বলেছে, জেনারেল ভিদাউদের বিরুদ্ধে 'যথাযথভাবে রুশ আগ্রাসনের বিষয়ে জানানো' এবং 'বিষয়গুলোতে দক্ষতার অভাব'-এর কারণে বরখাস্ত করা হয়েছিল।
ফ্রান্সের প্রতিরক্ষা বাহিনীর প্রধান থিয়েরি বুরখার্ড একটি সাক্ষাৎকারে লে মন্ডের কাছে স্বীকার করেছেন যে, ভিদাউদ বুঝতে পেরেছিলেন যে ইউক্রেনের রুশ হামলা হতে পারে এবং তিনি সেটি গুরুত্বের সঙ্গে দেখেননি।