যে কারণে এখনো তুরস্কেই আছেন ইউক্রেনের প্রতিনিধিরা

ফানাম নিউজ
  ৩১ মার্চ ২০২২, ০৯:৫৪
আপডেট  : ৩১ মার্চ ২০২২, ০৯:৫৯

রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে শান্তি আলোচনা করতে মঙ্গলবার তুরস্কে আসেন ইউক্রেনের প্রতিনিধিরা। 

রাশিয়ার বহর তুরস্কে আলোচনা শেষে নিজ দেশে ফিরে গেছেন। তবে ইউক্রেনের প্রতিনিধিরা এখনো তুরস্কে অবস্থান করছেন। 

কেন তারা এখনো তুরস্কে আছেন? 

ইউক্রেনের অন্যতম প্রধান প্রতিনিধি ডেভিড আরাখামিয়া বলেছেন, ইউক্রেনের বহর এখনো তুরস্কে অবস্থান করছেন। কারণ তারা তুরস্কের সরকারের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত আলোচনা করবেন। 

এদিকে এর আগে রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা মঙ্গলবার তুরস্কের ইস্তানবুলে মুখোমুখি আলোচনায় বসেন। এ  আলোচনার পর তুরস্কের পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া-ইউক্রেনের মধ্যে সবচেয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। 

তবে বুধবার রাশিয়া সরাসরি জানিয়েছে, আলোচনা ফলপ্রসু হয়নি। বুধবার এমন দাবি করেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

রুশ মুখপাত্র জানিয়েছেন, এই আলোচনার মধ্য থেকে একটি ইতিবাচক বিষয় পাওয়া গেছে সেটি হলো, ইউক্রেন তাদের প্রস্তাব গুলো রাশিয়ার কাছে লিখিত আকারে দিয়েছে। 

কিন্তু আশা জাগানিয়া কোনো সমাধান পাওয়া যায়নি। 

সূত্র: ডেইলি সাবাহ