মেক্সিকোতে মোরগ লড়াইয়ে গোলাগুলি, নিহত ১৯

ফানাম নিউজ
  ২৮ মার্চ ২০২২, ১৮:৪৯

লাস টিনাজাস সম্প্রদায় অবৈধভাবে মোরগ লড়াইয়ের আয়োজন করেছিল। সে সময় সেখানে এসে গুলি চালায় একদল বন্দুকধারী।

মেক্সিকোতে সশস্ত্র হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে ওই হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে ওই অঞ্চলে বিভিন্ন অপরাধী গোষ্ঠীগুলো প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।

প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর একে অপরের ওপর রক্তাক্ত হামলা যেন সেখানে সাধারণ ঘটনা হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে এসব ঘটনা অনেক বেড়ে গেছে।

গত কয়েক মাসে মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শেষকৃত্য অনুষ্ঠান, বার এবং ক্লাবগুলো বন্দুকধারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। মূলত নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থেকেই তারা এ ধরনের হামলা চালিয়ে আসছে।

এদিকে ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, লাস টিনাজাসে নিহতদের মধ্যে ১৬ জন পুরুষ এবং তিনজন নারী। তারা সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে বিভিন্ন গাড়িতে করে পালিয়ে গেছে।

সূত্র: বিবিসি ও জাগো নিউজ