"যুদ্ধে ইউক্রেনের ক্ষয়-ক্ষতির মূল্য ৫৬০ বিলিয়ন ডলারেরও বেশি"

ফানাম নিউজ
  ২৮ মার্চ ২০২২, ১৬:৫৯

রাশিয়ার চাপিয়ে দেওয়া যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৫৬৪.৯ বিলিয়ন ডলার মূল্যের ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া স্ভিরিডেনকো। যার মধ্যে অবকাঠামোগত ক্ষতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি হারানো এবং অন্যান্য ক্ষতিও রয়েছে।

ফেসবুকে একটি পোস্টে ইউলিয়া স্ভিরিডেনকো বলেছেন যে, রাশিয়ান সেনাদের হামলায় ৮ হাজার কিলোমিটার রাস্তা এবং ১ কোটি বর্গমিটার আবাসন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

ইউক্রেনে রুশ আগ্রাসন আজ ৩৩ তম দিনে গড়িয়েছে। এখনো যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই। আজও রাজধানী কিয়েভ সহ দেশটির পশ্চিমাঞ্চল এবং অন্যান্য অঞ্চলেও রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। শহরগুলোতে ক্ষণে ক্ষণে বেজে উঠছে বিমান হামলার সাইরেন।

সূত্র: দেশ রূপান্তর