ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর আহ্বান জেলেনস্কির

ফানাম নিউজ
  ২৭ মার্চ ২০২২, ১৬:৫০

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এই পরিস্থিতীতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে আরও বিমান, ট্যাংক ও ক্ষেপণাস্ত্র পাঠানোর জন্য আহ্বান জানিয়েছেন। 

শনিবার রাতে এক ভিডিওবার্তায় পশ্চিমা দেশগুলোর সরকারের প্রতি জেলেনস্কি এ আহ্বান জানান। 

তিনি বলেন, মেশিনগান দিয়ে রাশিয়ান বিমান ভূপাতিত করা যাবে না। তাই এর জন্য ট্যাংক-ক্ষেপণাস্ত্রসহ ভারি অস্ত্র প্রয়োজন।   

তিনি প্রশ্ন রেখে বলেন, ন্যাটো কী করছে? ন্যাটো কি রাশিয়ার দ্বারা পরিচালিত হচ্ছে? তারা কীসের জন্য অপেক্ষা করছে? আজ যুদ্ধের ৩১ দিন চলছে। ন্যাটোর যে সক্ষমতা আমরা তো শুধু তার ১ শতাংশ চেয়েছি, এর বেশি কিছু নয়।  

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর রাশিয়া ইউক্রেনে প্রায় চার হাজার ৫০০টি আবাসিক ভবন, ১০০টি কোম্পানি ভবন, ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১৫০টি হাসপাতাল ধ্বংস করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— ইউক্রেনের ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর পরিমাণ প্রতিদিন বাড়ছে।

ইউক্রেন পুনর্গঠনের প্রচেষ্টায় দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এগিয়ে আসবেন বলে আশা করেন ইউক্রেনের সম্প্রদায় ও আঞ্চলিক উন্নয়নমন্ত্রী আলেক্সি চেরনিশভ।

সূত্র: যুগান্তর