শিরোনাম
চীনের গুয়াংজি প্রদেশে ১৩২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হওয়া বিমানের কেউ বেঁচে নেই। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য নিশ্চিত করে।
প্রতিবেদনের তথ্যমতে, নিহতদের মধ্যে ডিএনএ’র মাধ্যমে ১২০ জনের পরিচয় নিশ্চিত করা গেছে। বাকিদেরও ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
এর আগে গত সোমবার (২১ মার্চ) চীনের গুয়াংশি প্রদেশের উঝোউ শহরের পাশে একটি পার্বত্য অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পররপরই সেখানে আগুন ধরে যায়। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও নিশ্চিত হতে পারেনি চীনের কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০১০ সালে চীনে সর্বশেষ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। ওই সময় বিমান বিধ্বস্তে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছিল।
সূত্র : বিবিসি, আলজাজিরা