শিরোনাম
তারো কোনোকে হারিয়ে জাপানের প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে আরও একধাপ এগিয়ে গেলেন ফুমিও কিশিদা। জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচিত হয়েছেন সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী। এই জয়ের মাধ্যমে তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়েছে।
কিশিদা সাধারণ নির্বাচনে দল নিয়ে লড়াইয়ের প্রস্তুতি এবং করোনা মহামারি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছেন।
ক্ষমতাগ্রহণের এক বছরের মাথায় প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সুগার স্থলাভিষিক্ত হবেন ফুমিও। জাপানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচনে দলের জয়ে নেতৃত্ব দেবেন তিনি।