শিরোনাম
শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলের একটি থিয়েটারে গত সপ্তাহে হামলা চালায় রুশ বাহিনী। ক্রমাগত গোলাবর্ষণে থিয়েটারটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় ওই হামলায় হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে শুক্রবার মারিউপোল সিটি হল জানিয়েছে, ওই হামলায় আনুমানিক তিনশ জনের প্রাণহানি ঘটেছে।
মারিউপোল সিটি হল টেলিগ্রামে লিখেছে, প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী রুশ বিমান হামলায় মারিউপোলের ড্রামা থিয়েটারে আশ্রয় নেওয়া আনুমানিক তিনশ জনের মৃত্যু হয়েছে।
মারিউপোলে তীব্র লড়াই শুরু হওয়ার পর ওই থিয়েটারে বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। সেখানে তীব্র লড়াই চলায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তাই নিহতের সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে।
হামলায় সময় মোট কতজন মানুষ আশ্রয় নিয়েছিলেন সেটাও স্পষ্ট নয়। সিটি কাউন্সিল, বিভিন্ন মানবাধিকার সংস্থা আর প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী হামলার সময় সেখানে পাঁচশ থেকে এক হাজার মানুষ আশ্রয় নিয়েছিলেন।
সূত্র: বিবিসি ও যুগান্তর